
RGP High School
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ—আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার মান ও পরিধি বহুগুণে বাড়ানো সম্ভব। RGP High School এই প্রযুক্তিনির্ভর শিক্ষার দিগন্তে নিজেদের অবস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ডিজিটাল ক্লাসরুম, অনলাইন শিক্ষা সামগ্রী, ও মাল্টিমিডিয়া ব্যবস্থার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলছি, যেন তারা ভবিষ্যতের জ্ঞাননির্ভর বিশ্বে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন করতে পারে।
আমাদের লক্ষ্য, শুধু পুঁথিগত বিদ্যার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশ ঘটানো।
প্রযুক্তির সঠিক ব্যবহারই শিক্ষার ভবিষ্যৎ—এই বিশ্বাসেই আমরা অগ্রসর হচ্ছি।
— প্রধান শিক্ষক
RGP High School
Total Visitors:
Current Users: