মেনু নির্বাচন করুন

সভাপতির বাণী




RGP High School
রাণীশংকৈল, ঠাকুরগাঁও

একটি জাতির উন্নয়ন নির্ভর করে সেই জাতির শিক্ষার মানের উপর। RGP High School প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল একটি আধুনিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা—যেখানে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না, বরং তারা হয়ে উঠবে একজন সুনাগরিক ও ভবিষ্যতের নেতৃত্ব প্রদানকারী।

আমি গর্বের সাথে বলতে পারি যে, আমাদের বিদ্যালয় আজ প্রযুক্তিগত ও নৈতিক শিক্ষার চমৎকার সমন্বয় তৈরি করতে পেরেছে। আধুনিক শিক্ষাপদ্ধতি, যোগ্য শিক্ষকবৃন্দ, এবং শিক্ষার্থীদের আত্মনিয়মিত প্রচেষ্টায় আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি।

আমি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ, যাঁরা এই প্রতিষ্ঠানের অগ্রগতিতে অবদান রেখে চলেছেন।

আসুন, আমরা সবাই মিলে RGP High School–কে একবিংশ শতাব্দীর উপযোগী একটি আলোকিত, আধুনিক শিক্ষা-উদ্যান হিসেবে গড়ে তুলি।

— সভাপতি
পরিচালনা পর্ষদ
RGP High School