মেনু নির্বাচন করুন

শুভেচ্ছা বক্তব্য




RGP High School
রাণীশংকৈল, ঠাকুরগাঁও

শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। RGP High School তার যাত্রার শুরু থেকেই শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, নৈতিকতা এবং প্রযুক্তির সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।

এই প্রতিষ্ঠানের সফলতা আজ শুধু একাডেমিক ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সহশিক্ষা কার্যক্রম, প্রযুক্তিনির্ভর ক্লাসরুম, এবং সামাজিক দায়বদ্ধতায়ও তার ছাপ রেখে চলেছে।

আমরা গর্বিত যে, এই বিদ্যালয় থেকে শিক্ষালাভ করে বহু ছাত্রছাত্রী সমাজে নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

RGP High School-এর প্রতিষ্ঠাতা, শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই—এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত করার পথে তাঁদের নিরলস প্রচেষ্টার জন্য।

ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকুক—এই কামনায়।

শুভেচ্ছান্তে,

বিধান চন্দ্র বর্মন  


— প্রধান শিক্ষক
RGP High School